ঢাকা, রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

নদীতে গোসল করতে গিয়ে কিশোর নিখোঁজ

প্রকাশনার সময়: ০৫ মে ২০২৪, ১৮:০৫

মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে গোসল করতে নেমে মো. আলিফ (১৭) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে।

রোববার (৫ মে) দুপুর পৌনে একটার দিকে উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের তেতৈতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ মো. আলিফ উপজেলার ভবেরচর ইউনিয়নের লক্ষ্মীপুরা গ্রামের মো. ফয়সাল প্রধানের ছেলে। সে ভবেরচর ল্যান্ডভারী স্কুল থেকে ২০২৪ সালে এসএসসি পরীক্ষা দিয়েছেন বলে জানান তার স্বজনরা।

আলিফের পরিবার ও স্থানীয়রা জানান, আলিফ দুপুরে বন্ধুদের সঙ্গে তেতৈতলা এলাকা সংলগ্ন মেঘনা নদীতে গোসল করতে যায়। সেখানে মেঘনা সেতুর নিচ থেকে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয় আলিফ। পরে তার বন্ধু ও স্বজনরা নদীতে খোঁজাখুঁজি করেন। সন্ধান না পেয়ে গজারিয়া ফায়ার সার্ভিসে খবর দেয় তারা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম সন্ধান শুরু করে। ঢাকা ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ কিশোরের সন্ধানে কাজ করে যাচ্ছে।

গজারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ রিফাত মল্লিক বলেন, ফায়ার সার্ভিসের ডুবুরি দল চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু নদীর গভীরতা ও স্রোতের কারণে কাজে বিলম্ব হচ্ছে।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ