ফরিদপুরের মধুখালী উপজেলায় মালামাল বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। এ ঘটনায় ১ জন নিহত হয়েছেন।
রোববার (৫ মে) সকাল ৬টায় মধুখালী উপজেলার বনমালীদিয়ায় এ ঘটনা ঘটে।
নিহত ট্রাকের ড্রাইভার মো. জোবায়েদ মিয়া (২৮)। আহত ট্রাকের হেল্পার ফরিদ হোসেন (১৭)।
স্থানীয়রা আহত হেল্পারকে উদ্ধার করে মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসা জন্য ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
স্থানীয় ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ট্রাকড্রাইভারের পরিবর্তে হেল্পার গাড়ি চালাচ্ছিল বলে এই দুর্ঘটনা হয়। করিমপুর হাইওয়ে থানা পুলিশ এবং মধুখালী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে গাড়িটি রাস্তার পাশে সরিয়ে নেয় এবং ড্রাইভারের মরদেহ উদ্ধার করে করিমপুর হাইওয়ে থানা হেফাজতে নিয়ে যাওয়া হয়। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ