ভোলার চরফ্যাসনের গলায় ফাঁস দিয়ে রাশেদা বেগম (৪৫) নামের ২ সন্তানের জননীর আত্মহত্যার খবর পাওয়া গেছে।
শনিবার (৪ মে) সকালে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে স্বামীর বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত গৃহবধূ ওই গ্রামের মো. সেলিমের স্ত্রী।
নিহত গৃহবধূর স্বামীর দাবি স্ত্রী রাশেদা কয়েক বছর যাবত নানান রোগে আক্রান্ত হয়ে মানসিক ভারসাম্যহীন ছিলেন।
পুলিশ ও প্রতিবেশীরা জানান, গৃহবধূর স্বামী ঢাকায় কর্মস্থলে ছিলেন। তিনি ৮ বছর বয়সী শিশু সন্তান সোহেবকে নিয়ে একাই বাড়িতে থাকতেন। অভাব অনটনের সংসারে কয়েক বছর যাবত তিনি নানান রোগে আক্রান্ত হয়ে মানসিক বিকারগ্রস্ত ছিলেন। সকালে তিনি একাই ঘরে ছিলেন। শিশু সোহেব বাইরে খেলাধুলা করছিল। শিশু সোহেব ঘরে ফিরে মাকে বসত ঘরের আড়ায় ঝুলতে দেখে চিৎকার দিলে প্রতিবেশীরা এসে পুলিশকে খবর দেন। চরফ্যাসন থানা পুলিশ তার বসত ঘরের আড়া থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
চরফ্যাসন থানার উপ-পুলিশ পরিদর্শক সাইফুল ইসলাম জানান, নিহত গৃহবধূর পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য বলা হয়েছে।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ