চাঁদপুরের কচুয়ায় ১৪ কেজি গাঁজাসহ আলমগীর হোসেন (৪৫) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৪ মে) দিবাগত রাত ৪ টার দিকে উপজেলার কচুয়া-কাশিমপুর সড়কের গোলবাহার চৌরাস্তায় ব্রিজের উপর থেকে অটোরিকশা ও গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাদক কারবারি আলমগীর কচুয়া পৌরসভার মাছিমপুর গ্রামের মৃত হোসেন আহম্মেদের ছেলে। বর্তমানে তিনি করইশ গ্রামে শ্বশুর বাড়িতে বসবাস করেন।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানার পুলিশ উপ-পরিদর্শক (এসআই) এনামুল হক ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মফিজুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে কচুয়া-কাশিমপুর সড়কের গোলবাহার চৌরাস্তায় ব্রিজের উপরে ব্যাটারিচালিত অটোরিকশা ও ১৪ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়। একই ঘটনায় ২ জন পলাতক রয়েছেন।
পলাতকরা হলেন- উভয় করইশ গ্রামের সফি উল্লাহর ছেলে ইমান আলী (৩৫), হোসেন মিয়ার ছেলে মো. হাবিব (৪০)।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে কোর্টে সোপর্দ করার মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় একটি অটোরিকশা জব্দ করা হয়েছে। কচুয়াকে মাদকমুক্ত করার লক্ষ্যে মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ