ঢাকা, রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

সালথায় মানবপাচার মামলায় নারী গ্রেপ্তার

প্রকাশনার সময়: ০৪ মে ২০২৪, ১৫:২২

ফরিদপুরের সালথায় মানবপাচারের মামলায় নাসিমা বেগম (৩০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (০৪ মে) সকালে সালথা থানার উপ-পরিদর্শক (এসআই) কবিরুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, শুক্রবার সকালে ফরিদপুরের সদরপুরের কৃষ্ণপুর থেকে গ্রেপ্তার করে দুপুরে ফরিদপুরের আদালতে পাঠানো হয়।

নাসিমা বেগম সালথা উপজেলার রামকান্তপুর এলাকার মকুল ঠাকুরের স্ত্রী।

সালথা থানার উপ-পরিদর্শক (এসআই) কবিরুল হক বলেন, রামকান্তপুর এলাকার এক যুবককে ইটালিতে নেওয়ার কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতনের ঘটনায় একটি মানবপাচারের মামলা দায়ের করা হয়। সেই মামলায় ওই নারীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া নারীকে ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে।

নয়াশতাব্দী/এনএইচ/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ