ঢাকা, শনিবার, ৬ জুলাই ২০২৪, ২২ আষাঢ় ১৪৩১, ২৯ জিলহজ ১৪৪৫

রাজশাহীতে হাসান আজিজুল হক সাহিত্য উৎসব শুরু

প্রকাশনার সময়: ০৩ মে ২০২৪, ২২:০৫

বাংলাদেশের বিভিন্ন প্রান্ত ও ভারত থেকে শতাধিক কবি-সাহিত্যিকদের মিলনমেলার মধ্য দিয়ে রাজশাহীতে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘হাসান আজিজুল হক সাহিত্য উৎসব- ২০২৪’।

শুক্রবার (৩ মে) সকালে রাজশাহী কলেজ মিলনায়তনে এ উৎসবের উদ্বোধন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবিএস শাখার বঙ্গবন্ধু চেয়ার ও একুশে পদকজয়ী বিশিষ্ট লেখক প্রফেসর সনৎ কুমার সাহা।

এরপর ভাষা সংগ্রামী মোশাররফ হোসেন আখুঞ্জী এবং বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুল মান্নান যথাক্রমে ‘লেখক’ পত্রিকা ও স্মারকপত্রের মোড়ক উন্মোচন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লেখক পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রফেসর রুহুল আমিন প্রামাণিক।

এসময় লেখক পরিষদের সহ-সভাপতি আকবারুল হাসান মিল্লাতের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন লেখক পরিষদের সাধারণ সম্পাদক কবি ও গবেষক ড. তসিকুল ইসলাম রাজা। শুভেচ্ছা বক্তব্য দেন, হাসান আজিজুল হক সাহিত্য উৎসব ২০২৪ সদস্য সচিব কবি হাসনাত আমজাদ।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গোলাম সাব্বির সাত্তার, বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত কবি ও প্রাক্তন সচিব কবি আসাদ মান্নান, পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট কবি কবি মৃদুল দাশগুপ্ত, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল।

আলোচনা, কবিতা ও ছড়া পাঠ, ডকুমেন্টারি প্রদর্শনসহ প্রায় ৪টি অধিবেশন থাকছে এবারের হাসান আজিজুল হক সাহিত্য উৎসবে। আছে সংগীত, নৃত্য, ছড়াপাঠ ও আবৃত্তি। দুই দিনের এ উৎসব চলবে শনিবার (৪ মে) পর্যন্ত। প্রথম দিন অনুষ্ঠিত হবে ২টি অধিবেশন।

২য় অধিবেশনের প্রথম পর্বে বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হয়- কবিতা বিষয়ক আলোচনা ও কবিতা পাঠ। ২য় পর্বে বিকেল সাড়ে ৫টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত অনুষ্ঠিত হয় রজনীকান্ত সেনকে নিয়ে আলোচনা ও গান; ৩য় পর্বে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ৭টা পর্যন্ত থাকবে কবিতা আবৃত্তি; ৪র্থ পর্বে সন্ধ্যা ৭টা থেকে ৮ টা পর্যন্ত চলে ছড়াপাঠ। এ ছাড়াও ৫ম পর্বে রাত ৮টা থেকে পৌনে ৯টা পর্যন্ত অনুষ্ঠিত হয় হাসান আজিজুল হককে নিয়ে নির্মিত ‘গল্পলোকের চিত্রকর’ ডকুমেন্টারি প্রদর্শনী।

শনিবার (৪ মে) সকাল ৯টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে প্রথম অধিবেশনের প্রথম পর্বে হাসান আজিজুল হকের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি দেয়া হবে। ২য় পর্বে সকাল ১০ টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত শিশুসাহিত্য বিষয়ক আলোচনা ও ছড়াপাঠ অনুষ্ঠিত হবে। এছাড়াও ৩য় পর্বে সকাল সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত কথাসাহিত্যিক বিষয়ক আলোচনা এবং ৪র্থ পর্বে দুপুর সাড়ে ১২টা থেকে ১টা পর্যন্ত মুক্ত গদ্যপাঠ করা হবে।

এরপর, দ্বিতীয় অধিবেশনের ১ম পর্বে বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত হাসান আজিজুল হকের সাহিত্য নিয়ে আলোচনা; ২য় পর্বে বিকেল সাড়ে ৫টা থেকে ৭টা পর্যন্ত কবিতা পাঠ ও আলোচনা; ৩য় পর্বে সন্ধ্যা ৭টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত ছোটগল্প পাঠ; ৪র্থ পর্বে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ৮টা পর্যন্ত পশ্চিমবঙ্গের কবিদের কবিতাপাঠ ও আলোচনা অনুষ্ঠিত হবে। এ ছাড়াও ৫ম পর্বে সন্ধ্যা ৮টা থেকে পৌনে ১০টা পর্যন্ত পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত হবে।

পরিশেষে, সাহিত্যকর্মে বিশেষ অবদানের জন্য রাজশাহী লেখক পরিষদ দেশের ছয়জন কৃতী সাহিত্যিককে ছয়টি ক্যাটাগরিতে ‘হাসান আজিজুল হক সাহিত্য উৎসব- ২০২৪’ পদক দেওয়া হবে।

পদকপ্রাপ্তরা হলেন- কবি জুলফিকার মতিন (কবিতা), আখতার হুসেন (শিশুসাহিত্য), অধ্যাপক গোলাম কবির (প্রবন্ধ সাহিত্য), ড. কানাইলাল রায় (গবেষণা), ফেরদৌস হাসান (কথাসাহিত্য) ও রাশেদা খালেক (ভ্রমণ সাহিত্য)। পদকপ্রাত্ত এই ছয়কে পুষ্প, উত্তরীয়, সনদপত্র, ক্রেস্ট ও অর্থমূল্য দেওয়া হবে।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ