ঢাকা, রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

১২ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

প্রকাশনার সময়: ০৩ মে ২০২৪, ১৯:১৭

নাটোরের সিংড়ায় সংঘবদ্ধ ধর্ষণ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক প্রধান আসামি ১২ বছর পর মো. ছাবির আহমেদ ওরফে আবু সাইদকে (২৬) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শুক্রবার (৩ মে) দুপুরে নাটোর র‌্যাব ক্যাম্প থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এরআগে, বৃহস্পতিবার (২ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা বিমানবন্দর গোলচত্বর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি মো. ছাবির আহমেদ ওরফে আবু সাইদ নাটোর বড়াইগ্রাম উপজেলার ধানাইদহ এলাকার মো. মোস্তাফিজুর রহমানের ছেলে।

র‌্যাব নাটোর-৫ জানায়, নাটোরের সিংড়া উপজেলায় এক ভুক্তভোগী নারীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের করে আসামিরা। পরে ২০১২ সালে ২০ অক্টোবর নারী ও শিশু নির্যাতন দমন আইনে সিংড়া থানায় একটি মামলা দায়ের করেন ভুক্তভোগীর পরিবার। পরে ২০২৩ সালের ৫ এপ্রিল আদালত এ মামলার রায় ঘোষণা করেন। মামলায় পলাতক প্রধান আসামি আবু সাইদকে মৃত্যুদণ্ড প্রদান করেন।

র‌্যাব নাটোর -৫-এএসপি সনজয় কুমার সরকার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার রাতে গোয়েন্দা তথ্য ও বিশেষ প্রযুক্তির ভিক্তিতে ঢাকা র‌্যাব-১ এবং রাজশাহী র‌্যাব-৫ যৌথভাবে অভিযান পরিচালনা করেন। এ সময় ভুক্তভোগী নারীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক প্রধান আসামি মো. ছাবির আহমেদ ওরুফে আবু সাইদকে ঢাকা বিমানবন্দর গোলচত্বর এলাকা থেকে গ্রেপ্তার করে র‌্যাব। পরে তাকে বড়াইগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ