টাঙ্গাইলের মির্জাপুরে নুরুল ইসলাম নুরুল (৩৮) নামে এক কৃষি শ্রমিককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার (২ মে) মধ্যে রাতে উপজেলার বানাইল ইউনিয়নের বাদে হালালিয়া ঘোনাপাড়া গ্রামে এ হত্যার ঘটনা ঘটে।
নিহত নুরুল ইসলাম বি মিয়ার ছেলে। শুক্রবার (৩ মে) ভোরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নুরুল ইসলাম নুরুল পাশের উফুল্কী গ্রামের গদু মাতব্বরের মেয়ের জামাই। তার স্ত্রীর বড় ভাই মোতালেব হোসেনের বাদেহালালিয়া গ্রামে বোরো আবাদের একটি প্রকল্প রয়েছে। নুরুল ইসলাম রাতে ওই প্রকল্পের সেচপাম্প চালাতেন। বৃহস্পতিবার রাতেও তিনি জমিতে পানি দেওয়ার কাজ করছিলেন। রাত ১টার দিকে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় পাশের বাড়ির লোকজন তার চিৎকার শুনে চোর চোর বলে এলাকাবাসীকে জাগিয়ে তোলে। এলাকাবাসী সেচপাম্পের কাছে গিয়ে নুরুল ইসলামের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে ঘটানাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল বাসার বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ উদঘাটন ও ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে তিনি জানিয়েছেন।
নয়াশতাব্দী/এনএইচ/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ