কিশোরগঞ্জের ভৈরবে সড়কের পাশ থেকে অজ্ঞাতনামা (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৩ মে) বেলা সাড়ে ১১টার টার সময় শহরের পাওয়ার হাউজ মোড় এলাকায় মহাসড়কের পাশ থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। এ তথ্য নিশ্চিত করেন ভৈরব থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেনে।
এ বিষয়ে উপ-পরিদর্শক আলমগীর হোসেনে বলেন, ঝোঁপের মধ্যে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে এসে তাৎক্ষণিক ওই মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে।
তিনি আরও জানান, মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করতে গিয়ে দেখা যায়, মরদেহের পাশে একটি খালি বোতল ও এক জোড়া জুতা পড়ে আছে। নিহতের পরনে একটি চেক লুঙ্গি ও চেক শার্ট পরিহিত ছিল। নিহতের পরিচয় শনাক্তে পিবিআইকে খবর দেয়া হয়েছে ফিঙ্গার প্রিন্ট সংগ্রহের জন্য। ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে পুলিশ জানায়। প্রতিবেদনের পর যুবকের মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি।
নয়াশতাব্দী/এনএইচ/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ