সাভারে বিশেষ অভিযান পরিচালনা করে ফেনসিডিল ও গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী এবং ডাকাতি মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার (২মে) বিকেলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- লালমনিরহাট জেলা সদরের তিস্তা পাঙ্গাটারী গ্রামের রবিউল ইসলাম রাকিব (২৫), ঢাকা জেলা সাভার পৌরসভার তালবাগ এলাকার আব্দুল অহেদের ছেলে রাজীব মিয়া (৪০)। তাদের ভারতীয় ৩০ বোতল ফেনসিডিল সহ বৃহস্পতিবার সকালে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে সাভার থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।
অন্যদিকে, গত বুধবার সকালে আশুলিয়ায় অভিযান পরিচালনা করে গোরাট এলাকা থেকে তিন কেজি গাজাসহ নিজাম উদ্দিনকে (৪৭) গ্রেপ্তার করেন ডিবি পুলিশ। তিনি ওই এলাকার আব্দুল আজিজের ছেলে।
অপরদিকে, নাটোরের বড়াইগ্রাম থানার আহমেদপুর এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে নজরুল ইসলাম (৪০) ও একই এলাকার মৃত গুজরত আলীর ছেলে সোহেল রানা মনাকে গ্রেপ্তার করেছেন। তারা একটি মামলার পলাতক আসামি।
বিজ্ঞপ্তিতে গোয়েন্দা পুলিশ জানিয়েছেন, গ্রেপ্তারদের আশুলিয়া ও সাভার থানায় মাদক মামলাসহ হস্তান্তর করা হয়েছে। পলাতক দুই আসামিকে আদালতে পাঠানো হবে। তাদের বিরুদ্ধে তদন্ত অব্যাহত রয়েছে।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ