ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১, ৮ রজব ১৪৪৬

নিখোঁজের ৫ দিন পর ভুট্টা খেতে মিলল প্রতিবন্ধীর মরদেহ

প্রকাশনার সময়: ০২ মে ২০২৪, ১৭:৪৭

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে নিখোঁজের ৫ দিন পর ভুট্টার খেত থেকে তৈমুল হক (৬৫) নামের এক প্রতিবন্ধীর মরদেহ করা হয়েছে।

বৃহস্পতিবার (২ মে) দুপুরে উপজেলার নন্দুয়ার ইউনিয়নের রামপুর বাজারের পূর্ব দিকের এক ভুট্টা খেত থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

প্রতিবন্ধী তৈমুল হক উপজেলার চ্যাংমারী গুসিয়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেন রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, তৈমুল হক ৫ সন্তানের পিতা। তিনি সহজে বাড়ি থেকে বের হন না। গত ৪-৫ দিন আগে তিনি বাড়ি থেকে নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। আজকে বাড়ি থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে ভুট্টার খেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ওসি মো. সোহেল রানা জানান, ভুট্টা খেতে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল করে পুলিশ ও সিআইডি টিম। মরদহ দেখে মনে হচ্ছে ৩-৪ দিন আগে তার মৃত্যু হয়েছে। মরদেহের পাশ থেকে একটি বিষের বোতলও পাওয়া গেছে। তবে মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হবে, ময়নাতদন্তের মাধ্যমে মৃত্যুর কারণ জানা যাবে। এরপরে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ