ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬
মহান মে দিবস

স্টেশনে কুলিদের আর্তনাদ, ‘আয়-রোজগার নেই’

প্রকাশনার সময়: ০১ মে ২০২৪, ১১:১৮ | আপডেট: ০১ মে ২০২৪, ১১:৩৪

বুধবার (১ মে) পালিত হচ্ছে মহান মে দিবস। এ দিন বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। প্রতি বছর ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসাবে পালন করা হয়। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের জন্য শ্রমিকদের আত্মত্যাগের এই দিনকে সারাবিশ্বে ‘মে দিবস’ হিসেবে পালন করা হচ্ছে।

অথচ প্রতিবছরই শ্রমিক দিবস আসে কিন্তু ভাগ্যের পরিবর্তন নেই ঈশ্বরদী জংশন রেল স্টেশনের কুলিদের। তাদের নেই আয়, নেই রোজগার। কষ্টে চলে তাদের সংসার। প্লাটফর্মজুড়ে দেখা মেলে তাদের আর্তনাদ ও হাহাকার।

সরেজমিনে দেখা যায়, সবার পরনে লাল রঙের হাফ হাতা শার্ট। কেউ ট্রলি হাতে দাঁড়িয়ে আছেন, আবার কেউবা মাথায় মালামাল নিয়ে ওভারব্রিজ পার হচ্ছেন ঈশ্বরদী রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মের ভেতরে ও বাইরে। উদ্দেশ্য, কোনো যাত্রীর সঙ্গে থাকা ব্যাগ, মালামাল ট্রলিতে নিয়ে ট্রেন পর্যন্ত পৌঁছে দেওয়া বা ট্রেন থেকে জিনিসপত্র স্টেশনের বাইরে এনে দেওয়া। বিনিময়ে ৫০ থেকে ১০০ টাকা মজুরি পাওয়া। সবাই তাদের কুলি বলেই ডাকেন। এমন প্রায় ৮০ থেকে ১০০ জন কুলি কাজ করেন এ স্টেশনে। মজুরি কম হওয়ায় অনেকেই এই পেশা বাদ দিয়ে অন্যত্র চলে গেছে। বর্তমানে ঈশ্বরদী রেলস্টেশনে ৩০ থেকে ৪০ জন কুলি কাজ করছেন।

বুধবার সকালে ঈশ্বরদী রেলওয়ে স্টেশন চত্বরে প্রবেশ করতেই দেখা মিললো এসব মানুষের। সবাই চেষ্টা করছেন প্রাইভেটকার, সিএনজিচালিত রিকশায় আসা যাত্রীদের জিনিসপত্র নিজের ট্রলিতে তুলে ট্রেন পর্যন্ত পৌঁছে দেওয়ার।

এদিকে, যখন স্টেশন এলাকায় থাকে যাত্রীদের ভিড়। এসময় কুলিদের আয়ও ভালো হওয়ার কথা। কিন্তু ভিন্ন কথা বলছেন তারা। তারা বলছেন, আগের মতো আয় নেই। যাত্রীদের বেশিরভাগই নিজেদের জিনিসপত্র নিজেরাই প্ল্যাটফর্ম নিয়ে যাচ্ছেন। যারা কুলির সহায়তা নেন তারাও বেশি টাকা দিতে চান না।

দীর্ঘদিন এ পেশার সাথে যুক্ত শ্রমিকরা বলছেন, অনেকটা বাধ্য হয়েই তারা এ কাজ করেন। কেননা দীর্ঘদিন ধরে এ পেশায় থাকায় তারা আর পেশা পরিবর্তন করতে পারছেন না। আবার অনেকের বয়স বেশি হওয়ায় নতুন কোনো কাজও করতে পারেন না। সারাদিন কাজ করে যা আয় হয় তাতে সংসার চালানোই কষ্ট হয়ে যায় তাদের।

দীর্ঘ সাত বছর ধরে ঈশ্বরদী রেলওয়ে স্টেশনে কুলির কাজ করেন সাজদ্দি। তিনি বলেন, ‘স্টেশনে ২৪ ঘণ্টায় দুই শিফটে কুলিদের কাজ চলে। প্রথম শিফটের কাজ শুরু হয় দুপুর ২ টা থেকে পরদিন দুপুর ২ টা পর্যন্ত। আবার দুপুর দুইটা থেকে পরের শিফটের কাজ শুরু হয়।’

বেশ আক্ষেপ নিয়ে তিনি বলেন, ‘গরিব মানুষ আমরা। কিছু কইরা তো খাইতে হইবো। সারাদিন-রাত ২৪ ঘণ্টা খাইটা চারশো থেকে পাঁচশো টাকা ইনকাম করি। কোনো দিন সেটাও হয় না। সংসার চালাইতেই জীবন যায়।’

মিনহাজ নামের আরেক কুলি বলেন, ‘ইনকাম কমে গেছে। লোকজন যা আসে নিজেগো মালামাল নিজেরাই নিয়ে যায়। আমাগোরে টাকা দিতে চায় না। দিলেও ৪০-৫০ টাকা দিবার চায়। বউ, পোলাপান নিয়ে চলাই কষ্ট।’

ইউসুফ নামের আরেক কুলি বলেন, ‘আয়-রোজগার তেমন নেই। কষ্টের সংসার, কষ্টেই চলে।’

নয়াশতাব্দী/এনএইচ/ডিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ