টাঙ্গাইলের ধনবাড়ীতে ড্রাম ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। একই ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
মঙ্গলবার (৩০ এপ্রিল) সন্ধায় উপজেলার জামতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ধনবাড়ী থানার পানকাতা গ্রামের মো. আমজাদ আলীর ছেলে বাবুল মিয়া (৪০) এবং বলিভদ্র গ্রামের আজিজুর রহমানের স্ত্রী স্বপ্না আক্তার (৩০)।
ধনবাড়ী থানার এসআই জাহাঙ্গীর আলম বলেন, বিকেল সাড়ে ৫টার দিকে জামালপুরগামী একটি ট্রাক ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হন।
তিনি বলেন, একই ঘটনায় আহত হন আরও দুইজন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার পরপরই ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে যায়।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ