ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬

ফরিদপুর ঘরের আড়ার সঙ্গে ঝুলছিল গৃহবধূর মরদেহ

প্রকাশনার সময়: ৩০ এপ্রিল ২০২৪, ২০:৪৭

ফরিদপুরের চরভদ্রাসনে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় লিমা আক্তার (২২) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৩০) এপ্রিল সদর ইউনিয়নের বালিয়া ডাঙ্গী গ্রামে লিমার শ্বশুর বাড়িতে এ ঘটনা ঘটে।

চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ওহাব ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

লিমা সদর আব্দুল মজিদ খার ডাঙ্গী গ্রামের বাসিন্দা মৃত শেক বাবুলের বড় মেয়ে। লিমা ওই গ্রামের সৌদি প্রবাসী রাশেদ মোল্যা স্ত্রী। তার আট বছর বয়সী একটি মেয়ে রয়েছে।

লিমার স্বামী সৌদি প্রবাসী রাশেদ মোল্যা (৩৪) জানান, তিনি তিনমাস হলো ছুটিতে বাড়ি এসেছেন। ঘটনার ঘটনার দিন সকালে স্ত্রী মেয়েকে স্কুলে পৌঁছে দিতে তাকে স্কুলে পাঠায়। রাশেদ মেয়েকে স্কুলে পৌঁছে দিয়ে বাড়ি এসে ঘরের দরজা বন্ধ দেখে ডাকাডাকি শুরু করে। কোনো সাড়া না পেয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে স্ত্রী গলায় শাড়ি পেঁচানো অবস্থায় আড়ার সাথে ঝুলতে দেখে। তার চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে আসলে তাদের সহযোগিতায় লিমাকে দ্রæত চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। পরে হাসপাতালের চিকিৎসক ডা. ফারজানা আকবর প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা শেষে গৃহবধূকে মৃত ঘোষণা করেন।

ডা. ফারজানা বলেন, হাসপাতালে আসার আগেই তার মৃত হয়েছিল। তারা মরদেহটি পুলিশের কাছে হস্তান্তর করেছে।

চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ওহাব বলেন, খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠিয়েছি। ময়নাতদন্তের রিপোর্টের পর আসল ঘটনা জেনে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।

তিনি আরও বলেন, এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলার প্রক্রিয়া চলছে।

মেয়ের চাচি জিয়াসমিন ও নুরজাহান জানান, লিমা অত্যান্ত সাধারণ ঘরের একটি মেয়ে, ওর বাবা প্রায় ৯বছর পূর্বে মারা যায়। তাদের সংসারে কোনো অশান্তি ছিল না। প্রায় দুই বছর যাবত বাবার বাড়িতে যাতায়াত বন্ধ ছিল লিমার।

নয়া শতাব্দী/এনএইচ/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ