ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

মধ্যরাতেও গাজীপুরে তীব্র যানজট, দুর্ভোগে যাত্রীরা

প্রকাশনার সময়: ২৪ সেপ্টেম্বর ২০২১, ০০:৩৩
সংগৃহীত ছবি

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজটে দুর্ভোগে পড়েছেন সাপ্তাহিক ছুটিতে ঘরে ফেরা বিভিন্ন পেশার মানুষ।

এদিকে, বঙ্গবন্ধু সম্পর্কে বিতর্কিত মন্তব্য করায় গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমের শাস্তির দাবিতে বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করে আওয়ামী লীগ সমর্থিত বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। মহাসড়কের ওপর দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকা ও মহাসড়কে বিআরটি প্রকল্পের কাজ চলমান থাকায় যানজট তীব্র আকার ধারণ করেছে। রাত সাড়ে ১২ টায় এই প্রতিবেদন লেখা পর্যন্তও মহাসড়কে যানজট রয়েছে।

মহাখালী থেকে বিকেল ৩টায় ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা হয়েছেন আবুল কালাম। তিনি জানান, বাসে ওঠার পর থেকেই ছোট ছোট যানজট ছিল। উত্তরার কাছাকাছি আসার পর থেকে তীব্র যানজটে পড়তে হয়েছে। একই জায়গায় প্রায় আড়াই ঘণ্টা বসে থাকতে হয়েছে তাকে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (ট্রাফিক) আব্দুল্লাহ্ আল মামুন জানান, টঙ্গী ব্রিজ থেকে শুরু করে বোর্ড বাজার পর্যন্ত গাড়ির প্রচুর চাপ থাকায় যানজট সৃষ্টি হয়েছে। যানজটে সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে পুলিশ কাজ করছে।

নয়া শতাব্দী/এমআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ