সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১

বালিয়াডাঙ্গীতে আগুনে পুড়ে নিঃস্ব পরিবার

প্রকাশনার সময়: ৩০ এপ্রিল ২০২৪, ১৪:১২

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে কয়েলে পুড়ে ৭টি গরু, ২টি ছাগল, বসতঘর সহ রান্নাঘর পুড়ে নিঃস্ব হয়েছে একটি পরিবার।

সোমবার (২৯ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ভানোর ইউনিয়নের বোয়ালধার গ্রামের ফজলুল করিমের ছেলে এনামুল হক ও সাইফুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন বলেন, আমাদের প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমরা নিঃস্ব হয়ে গেলাম।

বালিয়াডাঙ্গী ফায়ার সার্ভিস ইনচার্জ শফিউল ইসলাম বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। আমাদের গাড়িতে রিজার্ভে যে পানি ছিল সেটা দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি। পানি শেষ হয়ে গেলে আশেপাশের পানি না থাকায় সেলোমেশিনের সাহায্যে আমরা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসি। পানির সংকট থাকায় পার্শ্ববর্তী রাণীশংকৈল ফায়ার স্টেশনকে কল দিয়ে নিয়ে আসি। তারাও আগুন নেভাতে আমাদের সহযোগীতা করেন।

আগুনে পুড়ে যাওয়া পরিবারটির আনুমানিক ৮ লাখ টাকা ক্ষতি হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, আমরা প্রায় ১০ লাখ টাকার মালামাল উদ্ধার করেছি।

নয়া শতাব্দী/এনএইচ/টিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ