ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬

কক্সবাজারে র‍্যাব ও ডাকাতদলের গোলাগুলি, কৃষক নিহত

প্রকাশনার সময়: ২৯ এপ্রিল ২০২৪, ২৩:৩৯

কক্সবাজার সদরের ভারুয়াখালীতে অপহৃত এক এনজিও কর্মীকে উদ্ধার করতে গিয়ে ডাকাতদলের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটেছে র‌্যাবের। এ সময় বায়তুল্লাহ খুলু নামের স্থানীয় এক কৃষক নিহত হয়েছেন।

সোমবার (২৯ এপ্রিল) রাত পৌনে ৮টার দিকে ভারুয়াখালী ইউনিয়নের মুরাপাড়ায় ওই ঘটনা ঘটে।

বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার জামিলুল হক।

নিহত খুলু উপজেলার ওই এলাকার ছৈয়দুল হকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ত্রাসীদের ছোড়া গুলিতে বায়তুল্লাহ খুলু নামের এক কৃষক গুলিবিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

র‌্যাব কর্মকর্তা জামিলুল জানান, ক্ষুদ্র ঋণ সংস্থা প্রত্যাশীর মাসুদ নামের একজন মাঠ কর্মীকে অপহরণ করার খবরে ভারুয়াখালীতে অভিযানে যায় র‌্যাব। এ সময় শেরে বাহিনীর প্রধান ফরহাদ ও সঙ্গীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। পরে এলাকাবাসীসহ সন্ত্রাসীদের ধাওয়া করলে এলোপাতাড়ি গুলি ছুঁড়ে তারা। একপর্যায়ে র‌্যাবও পাল্টা গুলি ছুঁড়ে।

তিনি বলেন, শেরে বাহিনীর প্রধান ফরহাদকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়েছে। তাদের জিম্মি দশা থেকে মুমূর্ষু অবস্থায় ক্ষুদ্র ঋণ সংস্থা প্রত্যাশীর কর্মী মাসুদকে উদ্ধার করা হয়েছে।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ