ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬

নিখোঁজের ১৭ ঘণ্টা পর শ্রমিকের মরদেহ উদ্ধার

প্রকাশনার সময়: ২৮ এপ্রিল ২০২৪, ২১:০৬

পটুয়াখালীর কলাপাড়ায় বালুবাহী জাহাজ থেকে নদীতে পড়ে নিখোঁজ থাকা শ্রমিক শাকিল গাজীর (২৩) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস সদস্যরা।

রোববার (২৮ এপ্রিল) বিকেল সাড়ে তিনটায় পৌর শহরের বাদুরতলী স্লুইজ সংলগ্ন আন্ধারমানিক নদী থেকে ওই শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়।

মৃত শাকিল পার্শ্ববর্তী গলাচিপা উপজেলার গজালিয়া এলাকার জাকির গাজীর ছেলে।

কলাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইলিয়াস হোসাইন জানান, গতকাল রাতে তিসা-তাপসি নামের বলগেটটি বালু নিয়ে পায়রা বন্দর বন্দর সংলগ্ন এলাকা থেকে আন্ধারমানিক নদীর কলাবাড়ি এলাকায় পৌঁছায়। এসময় বলগেটটি নোঙ্গর করতে গিয়ে ডান্ডি চুকানের সঙ্গে ধাক্কা লেগে ওই শ্রমিক নদীতে পড়ে নিখোঁজ হন। রাতেই উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। আজ ১৭ঘণ্টা পর বাদুরতলী স্লুইজ সংলগ্ন আন্ধার মানিক নদীতে মরদেহ ভেসে ওঠে।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ