রাজশাহীতে হিট স্ট্রোকে দিলীপ বিশ্বাস (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার (২৮ এপ্রিল) সকাল ৭টার দিকে নিজ বাড়িতে মৃত্যু তার হয়।
দিলীপ বিশ্বাস পবা উপজেলার রাজশাহী মেট্রোপলিটন পুলিশের আওতাধীন দামকুড়া থানার কাদিপুর গ্রামের গোপাল বিশ্বাসের ছেলে।
মৃতের পরিবার জানায়, দিলীপ বিশ্বাস সুস্থ-স্বাভাবিক মানুষ ছিলেন। হঠাৎ করেই অল্প সময়ের মধ্যেই তিনি মারা গেছেন। স্থানীয়দের ধারণা- প্রচণ্ড গরমে হিট স্ট্রোক করেই তিনি মারা গেছেন।
তবে দামকুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুল বাশার বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মৃত দিলীপ বিশ্বাসের বাবা-মায়ের সঙ্গে কথা বলেছি। তারা বলেছে, স্ট্রোক করেই তিনি মারা গেছেন। তবে সকাল বেলা হিট স্ট্রোক করে মারা যাওয়ার মতো তাপমাত্রা ছিল না। তাই আমাদের ধারণা- হিট স্ট্রোক নয়, স্ট্রোক করেই ওই ব্যক্তি মারা গেছেন।’
রাজশাহী আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক লতিফা হেলেন জানান, রোববার বেলা ৩টায় রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪২ ডিগ্রি সেলসিয়াস।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ