ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬

রাঙ্গাবালীর খালে ভেসে এলো ‘টর্পেডো’ সদৃশ বস্তু

প্রকাশনার সময়: ২৮ এপ্রিল ২০২৪, ১৮:৫৫

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবি ইউনিয়নের ভাঙ্গা নামক একটি খালে 'টর্পেডো’ অস্ত্র সদৃশ একটি বস্তু ভেসে এসেছে।

রোববার (২৮ এপ্রিল) সকালের দিকে স্থানীয় মিরকান্দা গ্রামের মানুষ প্রথম বস্তুটিকে দেখতে পায়। পরে ঘটনাটি ছড়িয়ে পড়লে ভিড় করে উৎসুক জনতা।

প্রত্যক্ষদর্শীরা জানান, কাছ থেকে বস্তুটি দেখে ভারী কোনো অস্ত্র ভেবে এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়ায়। খবর পেয়ে দুপুরের দিকে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। বস্তুটি যাতে অন্য কোথাও ভেসে না যেতে পারে এজন্য দড়ি দিয়ে বেঁধে রাখা হয়। এছাড়াও অস্ত্র সাদৃশ্য বস্তুটির কাছ থেকে সরিয়ে দেওয়া হয় জনসাধারণকে।

মৌডুবি ইউনিয়নের মীরকান্দা গ্রামের আরাফাত হোসেন বলেন, ‘বস্তুটি দেখতে ভারী কোনো অস্ত্রের মতো। তাই এটিকে প্রশাসন উদ্ধার করে সরিয়ে নেওয়ার দাবি তাদের।’ গ্রামবাসীর ধারণা, পার্শ্ববর্তী রাবনাবাদ চ্যানেল হয়ে হয়তো এটি ভাসতে ভাসতে এই খালে এসেছে। যার দৈর্ঘ্য প্রায় ২০ থেকে ২৫ ফুট।

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, কোস্টগার্ডকে বিষয়টি অবহিত করা হলে ছবি দেখে তারা প্রাথমিকভাবে জানায় এটি টর্পেডো হতে পারে। টর্পেডো ডুবন্ত থাকে, যেহেতু এটি ভেসে আসছে-তাহলে সম্ভবত ব্যবহৃত। তবুও ঘটনাস্থলে গিয়ে কোস্টগার্ড বিষয়টি নিশ্চিত করার পাশাপাশি প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ