ভোলা সদর ও চরফ্যাশনে পুকুরে ডুবে মো. ওসমান (২) ও মো. আওলাদ হোসেন (৬) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (২৮ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে। সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত ওসমান সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের প্রবাসী মো. মহিউদ্দিনের ছেলে এবং আওলাদ হোসেন চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানা এলাকার বড় মানিকা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মো. আবুল কালাম মাঝির ছেলে।
মৃত ওসমানের চাচা আবু কালাম জানান, রোববার দুপুরে ওসমান বাড়ির পাশে বল নিয়ে দুষ্টুমি করছিল। বলটি পুকুরের পানিতে পড়ে গেলে তা তুলতে গিয়ে শিশুটি পানিতে পড়ে ডুবে যায়। পরে স্বজনরা পুকুর থেকে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অন্যদিকে আওলাদ হোসেনের চাচা আবু তাহের জানান, দুপুর ২টার দিকে বাড়ির সকলের অগোচরে আওলাদ পুকুরে পড়ে ডুবে যায়। তাৎক্ষণিক স্বজনরা তাকে উদ্ধার করে চর কচ্ছপিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ