ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬

রাজশাহী পদ্মায় গোসলে নেমে মাদরাসাছাত্রের মৃত্যু, নিখোঁজ ১

প্রকাশনার সময়: ২৮ এপ্রিল ২০২৪, ১৭:৪২ | আপডেট: ২৮ এপ্রিল ২০২৪, ১৭:৪৭

রাজশাহীর গোদাগাড়ীতে পদ্মা নদীতে গোসল করতে নেমে দুই মাদরাসাছাত্র নিখোঁজের পর একজনের মরদেহে উদ্ধার করা হয়েছে। আরেকজনকে উদ্ধারে অভিযান চলেছে।

রোববার (২৮ এপ্রিল) দুপুরে গোদাগাড়ীর রেল বাজার ঘাটে পদ্মা নদীতে গোসল করতে গিয়েছিল তারা।

দুই মাদরাসাছাত্র হলেন, মহিশালবাড়ি গ্রামের সাগরপাড়ার ওমর আলীর ছেলে উসমান আলী (১৪) ও নাসির উদ্দিনের ছেলে সুলতান মুহাম্মদ সাইফ (১৫)। তাদের মধ্যে ওসমান আলী মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি বিভাগের কর্মীরা।

বিষয়টি নিশ্চিত করেছেন গোদাগাড়ী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার নমীর উদ্দীন।

স্থানীয়দের বরাদ দিয়ে তিনি জানান, মহিশালবাড়ি আল ইসলাহ্ ইসলামী একাডেমির পাঁচজন ছাত্র পদ্মা নদীতে গোসল করতে যায়। তাদের মধ্য থেকে দুইজন ওসমান ও সাইফ পানিতে ডুবে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে তল্লাশি চালিয়ে একজনের মরদেহ উদ্ধার করে।

আর সাইফকে উদ্ধারে তাদের অভিযান অব্যাহত রয়েছে বলে বিকেল ৪টার দিকে তিনি জানান।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ