মুন্সীগঞ্জের গজারিয়ায় নিখোঁজের দুই দিন পর মেঘনা নদী থেকে মো. বিল্লাল হোসেন (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (২৭ এপ্রিল) সকাল ৮টার দিকে মেঘনা নদীর ইমামপুর ইউনিয়নের চর কালীপুরা এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ। এর আগে, গত শনিবার নিখোঁজের ঘটনায় থানায় জিডি করেন তার স্ত্রী খায়রুন নেসা লাকী।
নিহত মো. বিল্লাল হোসেন উপজেলার ইমামপুর ইউনিয়নের চর কালীপুরা গ্রামের আব্বাস উদ্দিনের ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, বিল্লাল হোসেন পেশায় একজন জেলে ছিলেন। শুক্রবার সন্ধ্যায় মাছ শিকারের উদ্দেশ্য বাড়ি থেকে বের হয় বিল্লাল। পরে তাকে কোথাও খুঁজে না পেয়ে তার সন্ধান পেতে গজারিয়া থানায় সাধারণ ডাইরি করা হয়।
এদিকে নিখোঁজের দুই পর রোববার সকালে চর কালীপুরা এলাকার নদীর ঘাটে ওই যুবকের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে গজারিয়া নৌ-পুলিশ ও থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
গজারিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তফা বলেন, খবর পেয়ে মেঘনা নদী থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ