ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬

রূপগঞ্জে সর্বজনীন পেনশন স্কিম নিয়ে অবহিতকরণ ও আইন-শৃঙ্খলা সভা

প্রকাশনার সময়: ২৭ এপ্রিল ২০২৪, ২২:০২ | আপডেট: ২৭ এপ্রিল ২০২৪, ২২:০৭

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত অবহিতকরণ এবং কিশোর গ্যাং, মাদক নির্মূল ও ইউনিয়ন আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৭ এপ্রিল) বিকেলে উপজেলার ভোলাবো ইউনিয়ন পরিষদ মাঠে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কমকর্তা আহসান মাহমুদ রাসেলের সভাপতিত্বে এ সভার আয়োজন করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ- ১ আসনের সাংসদ গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক)। এছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) হামিদুর রহমান, সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান, রূপগঞ্জ থানার ওসি দিপক চন্দ্র সাহা, ভোলাবো ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন টিটুসহ স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা সর্বজনীন পেনশন সেবায় সকলকে উৎসাহিত হওয়ার পাশাপাশি আগামীর ভবিষ্যতকে উজ্জ্বল করতে সরকারের এই উদ্যোগকে গ্রহণের মাধ্যমে, ভবিষ্যতের কথা চিন্তা করে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। একইসঙ্গে কিশোর গ্যাং, মাদক নির্মূল করে ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগীতা কামনা করেন।

নয়াশতাব্দী/ডিএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ