বরিশালের বাকেরগঞ্জে রিয়াজ হাওলাদার নামে এক আওয়ামী লীগ নেতার হিট স্ট্রোকে মৃত্যু হয়েছে।
শনিবার (২৭ এপ্রিল) দুপুর ২টার দিকে বাকেরগঞ্জের কলসকাঠি বাজারে এ ঘটনা ঘটে।
তিনি কলসকাঠি ইউনিয়ন আওয়ামী লীগের এক নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ছিলেন।
জানা যায়, সাবেক এমপি পারভিন তালুকদার উপজেলা পরিষদ নির্বাচনে ছেলে রাজিব তালুকদারের কাপ-পিরিস মার্কার সমর্থনে কলসকাঠি হাটে গনসংযোগে আসেন রিয়াজ হাওলাদার। এসময় হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে বাকেরগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ডাক্তারের কাছে জানতে চাইলে তিনি বলেন, অতিরিক্ত গরমে রিয়াজের মৃত্যু ঘটেছে।
জানাজা শেষে রিয়াজকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
নয়াশতাব্দী/টিএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ