ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬

পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর

প্রকাশনার সময়: ২৭ এপ্রিল ২০২৪, ১৮:৩৭

ভোলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৭ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে।

ভোলা সদর হাসপাতালের কর্তব্যরত পুলিশ সদস্য আবু মুছা এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃত দুই শিশুর মধ্যে ৬ বছর বয়সী মো. ইয়াছিন সদর উপজেলার আলীনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মো. শাহীন ফকিরের ছেলে এবং ৭ বছর বয়সী মিনজু আক্তার দৌলতখান উপজেলার চর খলিফা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মো. শফিক মাঝির মেয়ে।

মৃত ইয়াছিনের চাচাতো ভাই মো. নয়ন জানান, শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে বাড়ির সকলের অগোচরে ইয়াছিন পুকুরে পড়ে ডুবে যায়। পরে স্বজনরা পুকুর থেকে তার দেহ উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অন্যদিকে মিনজুর চাচি নাজমা বেগম জানান, মিনজু ও তানহা নামের দুই শিশু দুপুরে বাড়ির পুকুরে গোসল করতে যায়। একপর্যায়ে পুকুরের পানিতে পড়ে ওই দুই শিশু ডুবে যায়। তাৎক্ষণিক স্বজনরা শিশুদেরকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিনজুকে মৃত ঘোষণা করেন। তানহা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ