ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

পুলিশ দেখে গাঁজা রেখে পালিয়ে গেল কারবারি

প্রকাশনার সময়: ২৬ এপ্রিল ২০২৪, ১৭:৩৭

ভোলা সদর উপজেলার ইলিশা লঞ্চঘাটে অভিযান চালিয়ে শহিদ সুকান্ত বাবু নামের একটি লঞ্চ থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করেছে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টিম। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় লক্ষ্মীপুর থেকে যাত্রী নিয়ে লঞ্চটি ইলিশাঘাটে এসে পৌঁছায়।

ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শামীম আহমেদ সোহাগ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ইলিশা লঞ্চঘাটে মাদকের বিরুদ্ধে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। বৃহস্পতিবারও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চলমান ছিল। সন্ধ্যা ৬টার দিকে লক্ষ্মীপুর থেকে ছেড়ে আসা শহিদ সুকান্ত বাবু নামের একটি লঞ্চে অভিযান চালানো হয়। এসময় একটি ট্র্যাভেল ব্যাগের মধ্যে ৬ কেজি গাঁজা পাওয়া যায়।

তিনি ধারণা করছেন, পুলিশ দেখে মাদক কারবারি গাঁজার ব্যাগ রেখে যাত্রীবেসে পালিয়ে যেতে পারে। সেজন্য এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

নয়াশতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ