তীব্র তাপদাহে ঝিনাইদহে দুস্থ-অসহায়দের মাঝে বৈদ্যুতিক ফ্যান বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৬ এপ্রিল) সকালে জেলার শৈলকূপার হড়রা গ্রামে এ ফ্যান বিতরণ অনুষ্ঠান করা হয়। শতাধিক মানুষের মাঝে ফ্যান বিতরণ করেন বসুমতি গ্রুপের চেয়ারম্যান জেড এম গোলাম নবী (সিআইপি)।
তিনি বলেন, প্রচণ্ড গরমে মানুষ খুব কষ্ট পাচ্ছে। দরিদ্র মানুষদের পাশে দাঁড়াতে পেরে আমরা খুশি। বসুমতি গ্রুপ সবসময় মানুষের পাশে ছিল, থাকবে। প্রথম ধাপে শতাধিক ফ্যান বিতরণ করা হয়েছে। আরও দুই ধাপে প্রায় ৫শ মানুষের মাঝে দেওয়া হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন- আগুনিয়া পাড়ার ইউপি সদস্য রশিদ, আতিয়ার বিশ্বাস, ইউপি সদস্য দেবতলার সেলিম, ইউপি সদস্য লুতফর, ইউপি সদস্য দহকুলা গ্রামের মনিরুল, ইউপি সদস্য হরিণদিয়া গ্রামের গুডুম, কায়কোবাদসহ বসুমতি গ্রুপের ভলান্টিয়ার সার্ভিসের সদস্যরা।
এদিকে, গরমে অসহায় মানুষেরা ফ্যান পেয়ে খুবই আনন্দ প্রকাশ করেন।
নয়া শতাব্দী/এনএইচ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ