টাঙ্গাইলে পঁচা মাংস বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে পৌরসভার আকুর টাকুর পাড়া বটতলা সিটি বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাঈম বিনতে আজিজ।
তিনি বলেন, বটতলা বাজারের ব্যবসায়ী মো. নুরনবী গরুর পঁচা মাংস বিক্রি করায় তাকে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইনে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া তার কাছে থাকা ৩৫ কেজি গরুর মাংস জব্দ করা হয়েছে। ভবিষ্যতে পঁচা মাংস বিক্রি না করার জন্য ওই বাজারের ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে বলে জানান তিনি।
পৌরসভার কলেজ পাড়ার ঠান্ডু মিয়ার ছেলে মো. নুরনবী।
এব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাঈম বিনতে আজিজ বলেন, কসাইখানা পরিদর্শকের মাধ্যমে এই তথ্য জানতে পেরে তাৎক্ষণিক মোবাইল কোর্ট পরিচালনা করে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১ এর ২৪(১) ধারায় ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এ ধরনের অভিযান অব্যহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রাণি সম্পদ অফিসার হীরা মিয়া, ভেটেরিনারি সার্জন আবু সাইম আল সালাউদ্দিনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
নয়া শতাব্দী/এনএইচ/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ