ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় চালক নিহত

প্রকাশনার সময়: ২৫ এপ্রিল ২০২৪, ১৬:৪৬

ঝিনাইদহে বাস-ইজিবাইকের মুখোমুখি সংর্ঘষে ইজিবাইকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় ইজিবাইকের আরও তিন যাত্রী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বেলা ১১টার দিকে ঝিনাইদহের পাঁচ মাইল নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিয়মিত ট্রিপ অনুযায়ী ইজিবাইকটি ঝিনাইদহ শহর থেকে হাটগোপালপুরে যাচ্ছিল। পথিমধ্যে পাঁচ মাইল নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পুর্বাশা পরিবহন বাসের সাথে ইজিবাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইকের চালক নিহত হন। এ ঘটনায় ইজিবাইকের তিন যাত্রী আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন উদ্দীন জানান, বাস চালক ও হেলপারকে আটক করার প্রক্রিয়া চলছে। প্রাথমিকভাবে ইজিবাইকচালকের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি । শনাক্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে ।

নয়া শতাব্দী/এনএইচ/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ