ময়মনসিংহের ফুলপুরে ফজরের নামাজ পড়ে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ৬টার দিকে ময়মনসিংহ-শেরপুর মহাসড়কের উপজেলার ইমাদপুরে এই দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম মো. সুরুজ আলী (৭০)। উপজেলার ইমাদপুর গ্রামের মৃত ইব্রাহিম শেখের ছেলে তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে ফজরের নামাজ আদায় করতে বাড়ি থেকে বের হন সুরুজ আলী। এরপর ইমাদপুর বড় মসজিদের নামাজ আদায় শেষে সকাল ৬টার দিকে স্থানীয় বাজারের দিকে যাওয়ার পথে ময়মনসিংহের দিক থেকে দ্রুত আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করে বলেন, ইমাদপুর এলাকায় ট্রাকচাপায় একজন নিহত হয়েছে। পরে খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। ট্রাকসহ চালক পালিয়ে গেছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
নয়া শতাব্দী/এনএইচ/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ