বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে রাজন মোহন দাশ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সাতক্ষীরা শহরের বাইপাস রোডে দেবনগর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবক পাটকেলঘাটা থানার কুমিরা এলাকার কুমিরা পাইলট বালিকা বিদ্যালয়ের শিক্ষক প্রভাস দাশের ছেলে।
গফুর নামে এক প্রতক্ষদর্শী জানান, ইয়ামা ফিজার মোটরসাইকেল চালিয়ে বাইপাস সড়ক দিয়ে মেডিকেল কলেজের দিকে যাচ্ছিল ওই যুবক। পথিমধ্যে সড়কের দেবনগর এলাকায় আসলে রাস্তার স্প্রিড বেকারে ধাক্কা লেগে সে ছিটিকে পড়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা খায়। এতে ঘটানাস্থলে নিহত হন তিনি। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠায়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) নজরুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য প্রস্তুতি চলেছে।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ