ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬

‘সরকারি কর্মকর্তাদের সততার ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে’

প্রকাশনার সময়: ২৪ এপ্রিল ২০২৪, ২৩:৪৩

সরকারি কর্মকর্তাদের সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী মেজর জেনারেল আব্দুস সালাম।

বুধবার (২৪ এপ্রিল) বিকেলে উপজেলা পরিষদ কনফারেন্স হলরুমে সরকারি সফরে এসে ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তাদের সাথে উন্নয়ন ও প্রশাসনিক বিষয়াদি সংক্রান্ত এক পর্যালোচনা সভায় প্রধান অতিথি হিসাবে তিনি একথা বলেন।

উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পালের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, মন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ আব্দুল হামিদ মিয়া (উপ-সচিব), মন্ত্রীর মেয়ে নারী নেত্রী ওয়াহিদা হোসেন রুপাসহ মন্ত্রীর অন্যান্য কর্মকর্তারা।

পরে সন্ধ্যা ৭টায় রসুলপুর গ্রামে নিজ বাড়ি নূরজাহান মহলে দলীয় নেতাকর্মীদের সাথে এক সভায় মিলিত হন মন্ত্রী।

মেজর জেনারেল আব্দুস সালাম বলেন, নান্দাইলের উন্নয়নে সরকারি কর্মকর্তাদের সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করতে হবে। সেবা নিতে এসে কেউ যেন হয়রানির শিকার না হন। সকল সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে।

এ ছাড়াও কর্মকর্তাদেরকে স্বচ্ছতা, দক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিতপূর্বক জনকল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।

নয়া শতাব্দী/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ