প্রচণ্ড তাপদাহ থেকে রক্ষা পেতে রহমতে বৃষ্টির আশায় পিরোজপুরের মঠবাড়িয়ায় ইস্তিস্কার নামাজ আদায় করেছে মুসল্লিরা।
বুধবার (২৪ এপ্রিল) সকাল ৭টায় মঠবাড়িয়া সরকারি কলেজ মাঠে ইস্তিস্কার নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে এলাকার শত শত মুসল্লি অংশ নেয়।
নামাজে ইমামতি করেন উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও টিকিকাটা নূরিয়া সিনিয়র মাদ্রাসার উপাধক্ষ মাওলানা মো. সিদ্দিকুর রহমান।
নামাজ শেষে মুসল্লিরা দু’হাত তুলে রহমতের বৃষ্টির আশায় মহান আল্লাহ তালার কাছে মুনাজাত করেন। এসময় মুসল্লিদের কান্নায় কলেজ মাঠ ভারি হয়ে উঠে।
এ ছাড়া উপজেলার বিভিন্ন স্থানে ইস্তিস্কার নামাজ অনুষ্ঠিত হয় খবর পাওয়া গেছে। বৃষ্টির জন্য আগামীকাল সকালে একই মাঠে ও মিরুখালী বাজারসহ উপজেলার বিভিন্ন স্থানে ইস্তিস্কার নামাজ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ