ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬

গোয়ালন্দে হিটস্ট্রোকে শিক্ষকের মৃত্যু 

প্রকাশনার সময়: ২৪ এপ্রিল ২০২৪, ২১:৫২

রাজবাড়ীর গোয়ালন্দে নুর ইসলাম (৭৫) নামে এক প্রাক্তন শিক্ষকের হিটস্ট্রোকে মৃত্যু হয়েছে। তিনি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন।

বুধবার (২৪ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার বালিয়াডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। ওই শিক্ষক নিজ বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পরেন।

এসময় পরিবারের লোকজন দ্রুত প্রাথমিক চিকিৎসা (মাথায় ও শরীরে পানি ঢেলে) দিয়ে সুস্থ করার চেষ্টা করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্সে নিয়ে আসেন। জরুরি বিভাগে চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয়।

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্সের স্বাস্থ‍্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফারসিম তারান্নুম হক জানান, মৃত ব‍্যক্তি ডায়াবেটিক ও অন‍্যান‍্য রোগে জর্জরিত ছিলেন। বয়স বেশি হওয়ায় বেশ কিছুক্ষণ রোদে থাকার কারণে হিটস্ট্রোকের তার মৃত্যু হয়েছে।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ