লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার খানপাড়া হরিসভা বাজার এলাকায় ট্রেনের ধাক্কায় মমতা বেগম (৩৯) নামে এক প্রতিবন্ধী নারীর মৃত্যু হয়েছে।
বুধবার (২৪ এপ্রিল) দুপুরের দিকে লালমনিরহাট-বুড়িমারী রেলরুটে এ দুর্ঘটনা ঘটে। নিহত মমতা ওই এলাকার ধবলসুতি গ্রামের মৃত বদির উদ্দিনের মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শ্রবণ ও মানসিক প্রতিবন্ধী মমতা বেগম রেল লাইনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় পার্বতীপুর থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী একটি লোকাল ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী জানান, ট্রেনে কাটা পড়ে মমতা বেগম নামে একজনের মৃত্যু খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ