কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীতে মাছ ধরতে গিয়ে দুই তরুণ নিখোঁজ হয়েছেন।
বুধবার (২৪ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের বেতুয়া বাজার সেতু এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিখোঁজ তরুণরা হলেন- উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের কালা গাজী সিকদারপাড়ার ইদ্রিস মিয়ার ছেলে মনছুর আলম (২১) ও সিকান্দারপাড়ার আবদুস সালামের ছেলে মো. মুবিন (১৮)।
স্থানীয়রা জানান, বুধবার সকাল ৯টার দিকে বেতুয়া বাজার সেতু এলাকায় কয়েক যুবক মাতামুহুরী নদীতে মাছ ধরতে নামেন। এ সময় নদীর একটি নির্দিষ্ট জায়গায় এসে তলিয়ে যান দুই তরুণ। এর পর থেকে স্থানীয়রা তাদের খোঁজে নদীতে নামেন। বেলা ১১টা থেকে চকরিয়া ফায়ার সার্ভিসের সদস্যরাও তাদের খোঁজে নদীতে তল্লাশি চালানো শুরু করেন।
ঘটনাস্থল পরিদর্শন করে পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফারহানা আফরিন বলেন, সকাল ৯টার দিকে নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন মনছুর ও মুবিন। এলাকার লোকজনের সহায়তায় ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছেন।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ