ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬

লোহাগাড়ায় হিটস্ট্রোকে প্রাণ গেল কৃষকের 

প্রকাশনার সময়: ২৪ এপ্রিল ২০২৪, ১৮:১৫

চট্টগ্রামের লোহাগাড়ার চুনতি ইউনিয়নে এক বৃদ্ধ কৃষকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এবিষয়ে স্থানীয় ইউপি সদস্য মনিরুল মাবুধ রয়েল বলেন বুধবার (২৪ এপ্রিল) দুপুর ১টার দিকে ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম চুনতি হাদুর পাহাড় এলাকায় খেতে তার মরদেহ পাওয়া যায়।

নিহত বৃদ্ধ সামশুল আলম (৬০) ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম চুনতি হাদুর পাহাড় মৃত ঠাণ্ডা মিয়ার ছেলে বলে জানা যায়।

নিহতের ছেলে জয়নাল জানান, সকালে বাবা বাড়ির একটু পশ্চিমে কুলপাগলী এলাকায় মরিচ খেত দেখতে যান এবং নির্দিষ্ট সময়ের মধ্যে ফিরে না আসায় মা খোঁজখবর নিতে গেলে দেখতে পান তার মরদেহ খেতে পড়ে আছে। বাবার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে, তীব্র গরমে খেতে কাজ করার সময় হিটস্ট্রোক করে তার মৃত্যু হয়েছে।

চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ আলা উদ্দিন বলেন, বিষয়টি শোনার পর ওসি স্যারকে জানিয়েছি।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ