ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬

ট্রাকচাপায় পথচারী নিহত, আহত ১

প্রকাশনার সময়: ২৪ এপ্রিল ২০২৪, ১৬:০৭

ময়মনসিংহের নান্দাইলে দুই পথচারীকে চাপা দিয়ে দ্রুতগতির একটি ট্রাক পালিয়ে গেছে। এ ঘটনায় আহত দুজনের মধ্যে হারুন অর রশিদ আকন্দ (৭০) নামে একজন নিহত হয়েছেন।

বুধবার (২৪ এপ্রিল) সকালে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের চন্ডীপাশা নতুন বাজার এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত হারুন অর রশিদ উপজেলার গাংগাইল ইউনিয়নের পংকরহাটি ধনারামা গ্রামের মৃত হাবিবউল্লাহ আকন্দের ছেলে। তিনি চণ্ডীপাশা আদর্শ পল্লীর বাসায় বসবাস করতেন। তিনি উপজেলা হিসাবরক্ষণ অফিসের অবসরপ্রাপ্ত অডিটর ছিলেন।

নান্দাইল হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার সকাল ৭টার দিকে হারুন অর রশিদ আকন্দ ও চন্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক নুরুল ইসলাম (৬৮) মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এমন সময় দ্রুতগতির একটি ট্রাক দুজনকে চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখানে হারুন অর-রশিদ আকন্দের মৃত্যু হয়।

নান্দাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাংশু বিকাশ সরকার জানান, ট্রাকচাপায় একজন নিহত হয়েছেন। দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ে চালক দ্রুত পালিয়ে গেছে।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ