ট্রাক ও মাহেন্দ্র সংঘর্ষে পঞ্চগড়ের বোদা উপজেলায় দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও চারজন।
উপজেলার বোদা-দেবীগঞ্জ এশিয়ান হাইওয়ের কাঠালতলি চন্দন বাড়ি এলাকার সামনে বুধবার (২৪ এপ্রিল) সকালে দুর্ঘটনাটি ঘটে।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- মাহেন্দ্র টলির চালক জাহিদুল ইসলাম জাহিদ (৩০) ও পথচারী নুর জাহান (৫০)। এ সময় আহত হন আরও ৪ জন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বোদা থেকে একটি ট্রাক দেবীগঞ্জের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা মাহেন্দ্র পাশ কাটাতে গেলে এ সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মাহেন্দ্রচালক ও এক পথচারী নিহত হন। আহত হন চারজন।
এদিকে, খবর পেয়ে বোদা থানা পুলিশ ও ফায়ার সার্ভিস এর কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিহত ও আহতদের উদ্ধার করে প্রথমে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে আশঙ্কাজনক দুজনকে রংপুরে ও ঠাকুরগাঁও হাসপাতালে পাঠানো হয়।
ওসি মোজাম্মেল হক বলেন, সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নয়াশতাব্দী/একে
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ