আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ময়মনসিংহের নান্দাইলে কৃষি প্রণোদনার আওতায় আউশ মৌসুমে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা চত্বরে এ কার্যক্রমের উদ্ধোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ আনিসুজ্জামান।
আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ১৩৪০ জন কৃষকের মাঝে জনপ্রতি ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফয়েজ উদ্দিন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল হক আকন্দ,উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোয়াজ্জেম হোসেনসহ বিভিন্ন ব্লকের উপ-সহকারী কর্মকর্তারা।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ