ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬

হিটস্ট্রোকে পুলিশ সদস্যের মৃত্যু

প্রকাশনার সময়: ২৩ এপ্রিল ২০২৪, ১৬:৪৮

পটুয়াখালীর বাউফলে হিটস্ট্রোকে মোহাম্মদ শাহ-আলম (৫০) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।

সোমবার (২২ এপ্রিল) রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান।

মোহাম্মদ শাহ-আলম পুলিশের ঢাকা গোয়েন্দা শাখায় (ডিবি) কর্মরত ছিলেন। তার বাড়ি পটুয়াখালীর বাউফলে। তিনি হিটস্ট্রোক করেছিলেন বলে জানান বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক।

স্বজনরা জানায়, গত শনিবার পুলিশ সদস্য মোহাম্মদ শাহ-আলম ছুটিতে গ্রামের বাড়ি বাউফলে যান। সোমবার রাতে ৯টার দিকে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে বাউফল হাসপাতালে নেয়া হলে সেখান থেকে তাকে বরিশাল হাসপাতালে পাঠানো হয়। পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা যান।

নিহতের মেয়ে শিমু আক্তার জানান, তার বাবা মারা যাওয়ার পর চিকিৎসকের কাছে মৃত্যুর কারণ জানতে চান তিনি ও তার পরিবার। তিনি হিটস্ট্রোকে মারা গেছেন বলে তাদের জানায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক।

এবিষয়ে বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা জানান, তিনি শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে হাসপাতালে আসেন। অবস্থার অবনতি হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশালে পাঠানো হয়।

নয়া শতাব্দী/এনএইচ/এসআর

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ