তীব্র তাপপ্রবাহের কারণে গবাদিপশু নিয়ে বিপাকে পড়েছেন চুয়াডাঙ্গার দামুড়হুদা ও জীবননগর উপজেলার কৃষকেরা। তাই গরু-মহিষের অস্বস্তি কমাতে কলা গাছ খেতে দেওয়া হচ্ছে। এতে এ অঞ্চলে কলা গাছের চাহিদা বৃদ্ধি পেয়েছে। কৃষক ও খামারিরা বিভিন্ন মাঠ থেকে কলাগাছ সংগ্রহ করছেন।
সোমবার (২২ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত দামুড়হুদা ও জীবননগর উপজেলার বিভিন্ন এলাকায় এ দৃশ্য চোখে পড়ে।
জীবননগর উপজেলার রাঙ্গিয়ারপোতা গ্রামের শাহজাহান আলী উথলী মাঠ থেকে ইজিবাইকযোগে বেশ কয়েকটি কলাগাছ নিয়ে যাচ্ছিলেন। এ সময় তিনি বলেন, আমার ৩টি গরু আছে। গো-খাদ্যের মূল্য বৃদ্ধি হাওয়ায় কলাগাছ চুরিয়ে গরুকে খেতে দেওয়া হচ্ছে। কলা সংগ্রহের পর কৃষকেরা কলাগাছ কেটে ফেলে দেয়। সেখান থেকে নিয়ে আসি। টাকা দিয়ে কলাগাছ কিনতে হচ্ছে না। কলাগাছ আঁশ জাতীয়, এতে প্রচুর পানি থাকায় গরুর জন্য এটি ভালো খাদ্য। শুধু আমি নয় জেলার কৃষকেরা বর্তমানে গরু-মহিষকে কলা গাছ খাওয়াচ্ছেন।
দামুড়হুদা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শামীম আহমেদ বলেন, গরমে গরু-মহিষকে কলা গাছ খাওয়ালে কোনো ক্ষতি নেই। তবে গরু-মহিষের খাবারের অভাব দেখা দিলে কৃষকেরা গরু-মহিষকে কলাগাছ খাওয়ায়। তাপদাহে কলাগাছ খাওয়ানো ভালো। কলা গাছে প্রচুর পানি থাকে।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ