নীলফামারীর কিশোরগঞ্জে মুক্তিযুদ্ধকালীন সময়ের পরিত্যক্ত কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে। ক্যানেল সংস্কারের মাটি খনন করার সময় এসব অস্ত্র দেখতে পায় স্থানীয়রা।
সোমবার (২২ এপ্রিল) বিকেলে এসব অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।
জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের বাজেডুমরিয়া ক্যানেলের বাজার সংলগ্ন ডালিয়া প্রধান সেচ খালের সংস্কারের মাটি খনন করা হচ্ছিল। এসময় এস্কেভেটর (ভেকু) দিয়ে মাটি খনন করার সময় ১ টি গ্রেনেট, ১টি থ্রি নট থ্রি রাইফেল, ২ টি মাইন, ১ টি মটার সেল (ভাঙ্গা) ও ১ টি রাইফেলের ম্যাগাজিন উঠে আসে। স্থানীয়রা এসব অস্ত্র দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল গিয়ে অস্ত্রগুলোর বিষয়ে নিশ্চিত হলে সেখানে পুলিশি বাহারা বসানো হয়।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র মন্ডল জানান, অস্ত্রগুলো পরীক্ষা-নিরীক্ষা করার জন্য র্যাবের বোম স্কোয়াট টিমকে খবর দেয়া হয়েছে। মুক্তিযুদ্ধকালীন সময় মুক্তিযোদ্ধারা তাদের এসব অস্ত্র লুকিয়ে রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে।
নয়া শতাব্দী/এসআর
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ