শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

দাউদকান্দিতে বাসচাপায় প্রাণ গেল ৪ পথচারীর

প্রকাশনার সময়: ২২ এপ্রিল ২০২৪, ২১:৫৬ | আপডেট: ২৩ এপ্রিল ২০২৪, ০৭:৫৭

কুমিল্লার দাউদকান্দিতে মহাসড়ক পারাপারের সময় বাসচাপায় চার পথচারীর মৃত্যু হয়েছে।

সোমবার (২২ এপ্রিল) রাত ৮টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার রায়পুর সংলগ্ন মালিখিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, সোমবার রাত ৮টার দিকে মহাসড়কের ওই অংশে রাস্তা পার হচ্ছিলেন চার পথচারী। এসময় নোয়াখালী থেকে ঢাকাগামী একুশে পরিবহন নামের একটি বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তিনজন মারা যান। পরে হাসপাতালে নেওয়ার পর আরেকজন মারা যান। তবে নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।

ওসি আরও বলেন, চাপা দেওয়া বাসটি পালিয়ে গেলেও একই কোম্পানির অন্য একটি বাস আটক করা হয়েছে।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ