ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১, ১০ রজব ১৪৪৬

গোয়ালন্দে হেরোইনসহ দুজন আটক

প্রকাশনার সময়: ২২ এপ্রিল ২০২৪, ২১:০৮

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পোড়াভিটা এলাকা থেকে হেরোইনসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।

সোমবার (২২ এপ্রিল) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান খান।

আটক মাদক কারবারিরা হলেন- শরিয়তপুরের গোসাইর হাট থানার উলাইল গ্রামের মৃত ইউসুফ খানের ছেলে জমশের খান (২৫) এবং নরসিংদীর রায়পুর থানার শাহাপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে ইয়াছিন মিয়া (২৫)।

জানা যায়, রোববার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার দৌলতদিয়া পোড়াভিটা সংলগ্ন বাঁশের সাঁকোর পশ্চিম পাশের ফাঁকা জায়গা থেকে একশত পুরিয়া (দশ গ্রাম) হেরোইনসহ তাদেরকে আটক করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান খান আরও জানান, আসামিদের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ