বগুড়ার সান্তাহারে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক যুবকের (২৫) মৃত্যু হয়েছে।
সোমবার (২২ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় ছাতিয়ানগ্রাম রেলস্টেশনের উত্তরে এ ঘটনা ঘটে।
সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোক্তার হোসেন জানান, সোমবার বেলা সাড়ে ১১টায় উপজেলার ছাতিয়ানগ্রাম রেলস্টেশনের উত্তরে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক যুবকের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ