চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নিখোঁজের ৬ দিন পর নিথরি খাতুন (৫৩) নামে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২২ এপ্রিল) বেলা সাড়ে ৩ টার দিকে উপজেলার কুমারী ইউনিয়নের দুর্গাপুর গ্রামের একটি পরিত্যক্ত পুকুর পাড়ের একটি গাছে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়।
নিহত নিথরি খাতুন উপজেলার কুমারী ইউনিয়নের দুর্গাপুর এলাকার আব্দুল জলিলের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার সন্ধ্যা থেকে নিথরি খাতুন নিখোঁজ হন। তার পরিবার আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেন। সোমবার দুপুর আড়াইটার দিকে এলাকাবাসী কুমারী ইউনিয়নের দুর্গাপুর গ্রামের পরিত্যক্ত পুকুর পাড়ের একটি গাছে এক নারীর গলায় ফাঁস দেয়া অর্ধগলিত মরদেহ দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
এদিকে খবর পেয়ে নিথরি খাতুনের স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ নিখোঁজ নিথরি খাতুনের বলে শনাক্ত করেন।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গণি মিয়া বলেন, ওই নারীর মরদেহ অর্ধগলিত ছিল। প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ