ঢাকা, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১৫ পৌষ ১৪৩১, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

বালিয়াকান্দিতে মোটরসাইকেল মেকানিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশনার সময়: ২২ এপ্রিল ২০২৪, ১৮:৪৯

রাজবাড়ীর বালিয়াকান্দিতে নরেশ চন্দ্র বিশ্বাস (৫৪) নামে এক মোটরসাইকেল মেকানিকের বাড়ির পাশের গাছের সাথে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২২ এপ্রিল) ভোর ৫টার দিকে বালিয়াকান্দি সদর ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নরেশ চন্দ্র বিশ্বাস বালিয়াকান্দি সদর ইউনিয়নের চৌধুরী পাড়া গ্রামের নরেন্দ্রনাথ বিশ্বাসের ছেলে ও বালিয়াকান্দি কলেজ এলাকায় মোটরসাইকেল মেকানিকের কাজ করতেন। তিনি উপজেলা শ্রমিকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

সোমবার ভোর ৫টার দিকে বালিয়াকান্দি সদর ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামের বাড়ির পূর্ব পাশে গাব গাছের সাথে গলায় কাপড় পেঁচানো ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা। তাকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। তবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন।

বালিয়াকান্দি থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

নয়া শতাব্দী/এসএ

নয়া শতাব্দী ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো খবর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার এলাকার সংবাদ