পটুয়াখালীর দশমিনায় দুটি ইজিবাইকসহ চোর চক্রের তিন সদস্যকে আট করেছে পুলিশ ৷
থানা সূত্রে জানা যায়, সোমবার (২২ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা বেতাগিনাসকিপুর ইউনিয়নের খারিজা বেতাগি রহিম হাওলাদারের বসত ঘরের সামনে চোরাই ইজিবাইক বেচা-বিক্রির সময় দশমিনা থানা পুলিশের উপপুলিশ পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান জুয়েলের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে তিনজনকে আটক ও দুটি ইজিবাইক জব্দ করা হয়।
আটকরা হলেন- বাউফল উপজেলার নওমালা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত রশিদ সরদারের ছেলে মো. সাইদুল সরদার (২৫), নওমালা ইউনিয়নের বটকাজল ৬ নম্বর ওয়ার্ডের মৃত দুলাল মৃধার ছেলে মো. ওহিদুল (২০) এবং মো. খলিল মৃধার ছেলে মো. রাহাত (১৯)।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম মজুমদার জানান, এই চক্রটি অনেক দিন দশমিনা উপজেলায় চোরাই ইজিবাইক বেচা-বিক্রি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে বিশেষ অভিযান পরিচালনা করে তিনজনকে আটক করা হয় এবং দুটি ইজিবাইক জব্দ করা হয়। আটকদের বিরুদ্ধে দশমিনা থানায় নিয়মিত মামলা হয়েছে। এর সঙ্গে ৬-৭ জন জড়িত আছে। তাদের গ্রেপ্তারের চেষ্ট চলছে। আটক তিনজনকে আদালতে প্রেরণ করা হয়েছে।
নয়া শতাব্দী/এসএ
মন্তব্য করুন
আমার এলাকার সংবাদ